করোনা: টানা ৩ দিন সুস্থ হননি কেউ
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২০, ১৫:৪৩
গত ৭২ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত কেউ সুস্থ হননি। এর আগে ৫ এপ্রিল সবশেষ তিনজন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ৪ এপ্রিল সুস্থ হন ৪ জন। সব মিলিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। বুধবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য দেন। সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ২১৮ জন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৯৮১ টি। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫১৬৫টি। ‘৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ২১ জন। বয়স বিভাজনের ক্ষেত্রে ১১ থেকে ২০ বছরের মধ্যে ৫ জন, ২১ থেকে ৩০ মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরে মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬০ এর বেশি বয়সের বেশি রয়েছেন ১০ জন।’
যে সকল জেলাতে রোগী সনাক্ত হয়েছে
আপডেট নিউজ দেখে নিন নিচের লিংকে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
No comments