Header Ads

Header ADS

16-4-2020 দেশে নতুন করে করোনায় আক্রান্ত মোট সংখ্যা এবং মৃত সংখ্যা

দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৩৪১, মৃত্যু বেড়ে ৬০



নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৪১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫৭২। এ সময়ের মধ্যে মারা গেছেন আরো দশ জন জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৬০। এ সময়ের মধ্যে ২১৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পরীক্ষা করা হয় ২১১৯ জনের নমুনা।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, যারা দেশবাসীর পাশে বিভিন্ন দাঁড়িয়েছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।
বুলেটিনে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, বিগত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ২১ লাখ ছুঁইছুঁই। মারা গেছেন এক লাখ ৩৪ হাজারেরও বেশি মানুষ। তবে পাঁচ লাখেরও বেশি রোগী ইতিমধ্যে সুস্থ হয়েছেন।


No comments

Powered by Blogger.