Header Ads

Header ADS

কোয়ারেন্টিন শেষ মাওলানা সাদের, মুখোমুখি হবেন পুলিশি জিজ্ঞাসাবাদের

কোয়ারেন্টিন শেষ মাওলানা সাদের, মুখোমুখি হবেন পুলিশি জিজ্ঞাসাবাদের

 প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২০, ০৪:৪০

মাওলানা সাদ কান্ধলভিসহ ভারতের তাবলিগ জামাতের শীর্ষ সাত নেতার কোয়ারেন্টিনের মেয়াদ সোমবার (১৩ এপ্রিল) শেষ হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন তারা। করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা উপেক্ষা করে মারকাজ নিজামুদ্দিনে জমায়েত ও অবস্থান করায় তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই তদন্তের অংশ হিসেবে এবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তাবলিগ জামাতের প্রধান সাদ কান্ধলভি।গত ১ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে মুসলিম ধর্মাবলম্বীদের সংগঠন তাবলিগ জামাতের একটি ধর্মীয় সমাবেশ শুরু হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও কিরগিজস্তানের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার মানুষ ওই আয়োজনে অংশ নেন। ১৫ মার্চ অনুষ্ঠান শেষ হওয়ার পরও অনেকে সেখানে থেকে যান। করোনা সংক্রমণ ঠেকাতে ২৪ মার্চ ভারত জুড়ে লকডাউন শুরুর সময়ও সেখানে প্রায় দেড় হাজার মানুষের অবস্থান ছিলো।মারকাজ নিজামুদ্দিনে অবস্থানরতদের অনেকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর তাবলিগ নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর মাওলানা সাদের সন্ধানে বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েও তার খোঁজ পায়নি পুলিশ।পরে এক অডিও বার্তায় মাওলানা সাদ জানান, গত ২৮ মার্চ থেকে কোয়ারেন্টিনে আছেন তিনি। গত ৮ এপ্রিল তার আইনজীবী জানান, কোয়ারেন্টিন শেষ হলে তদন্তে অংশ নেবেন মাওলানা সাদ।৫৬ বছর বয়সী মাওলানা সাদ কান্ধলভির বিরুদ্ধে অভিযোগ মারকাজ নিজামুদ্দিন খালি করতে পুলিশ দুই দফায় নোটিশ দিলেও তা অমান্য করে জমায়েত চালিয়ে গেছেন। 

No comments

Powered by Blogger.