Header Ads

Header ADS

রাজনীতিতে ফেরা নিয়ে যা ভাবছেন খালেদা জিয়া

রাজনীতিতে ফেরা নিয়ে যা ভাবছেন খালেদা জিয়া

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২০, ০৬:৫৯

আপাতত রাজনীতিতে মনোযোগ দিচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের নীতি-নির্ধারকরা বলছেন, চিকিৎসার মাধ্যমে দলের প্রধানকে পরিপূর্ণ সুস্থ করে তোলাই তাদের কাছে এখন মূল অগ্রাধিকার। সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর করোনা পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে গত ১৪ দিন ধরে বেগম জিয়া কোয়ারেন্টিনে আছেন। আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে তার কোয়ারেন্টিন। পারিবারিক সূত্রে জানা গেছে, কোয়ারেন্টিনের সময়সীমা শেষ হলেও খালেদা জিয়া বর্তমান পরিস্থিতিতে একাকী পরিবেশেই সময় কাটাবেন। এ সময় তিনি চিকিৎসা নেবেন। দলীয়ভাবে দেখাসাক্ষাৎ দেয়া তার পক্ষে সম্ভব হবে না। খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন নয়া দিগন্তকে বলেন, একান্তভাবে ম্যাডামের কোয়ারেন্টিনের সময়সীমা শেষ হলেও করোনা পরিস্থিতির কারণে তিনি সামাজিক দূরত্ব রক্ষা করেই পারিবারিকভাবে সময় কাটাবেন। কারো সাথে এই মুহূর্তে দেখা দেয়ার কোনো সুযোগ নেই। তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ। চিকিৎসা চলছে। তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে সব প্রচেষ্টাই করা হবে।

No comments

Powered by Blogger.