Header Ads

Header ADS

মোড়েলগঞ্জে তিন ঘণ্টার ব্যবধানে বৃদ্ধ দম্পতির মৃত্যু

মোড়েলগঞ্জে তিন ঘণ্টার ব্যবধানে বৃদ্ধ দম্পতির মৃত্যু

  প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২০, ১৮:১৭

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর এলাকায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে এক দম্পতির মৃতুর ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভোগার পর বুধবার সকাল ৬টার দিকে পৌরসভার সেরেস্তাদার বাড়ি এলাকার বাসিন্দা সিপ্রা রানী ভৌমিক (৭৫) মারা যান। এরপর সকাল ৯ টার দিকে তার স্বামী গীতা রঞ্জন ভৌমিকও (৮৩) মারা যান। এ খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। সৃষ্টি হয় নানা গুঞ্জনের। তবে ওই দম্পতির ছেলে সুবাল ভৌমিক জানান, তার বাবা-মা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেন জানান, সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে এ দম্পতির মৃত্যুর খবর পেয়ে ৫ সদস্যের মেডিকেল টিম সেখানে পাঠানো হয়। তারা দুজনের স্বজনদের সঙ্গে কথা বলে এবং তাদের পরীক্ষা নিরীক্ষার পর বার্ধক্যজনিত কারণসহ ওই দম্পতি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ ডায়েবেটিসে ভোগার বিষয়টি নিশ্চত হয়।

No comments

Powered by Blogger.