Header Ads

Header ADS

করোনা উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট মৃত কত?

করোনা উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট মৃত ১৪৫

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০, ২১:০৩

করোনা উপসর্গ জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গল ও বুধবার দেশের বিভিন্ন স্থানে আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লা, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর ও শরীয়পুরে একজন করে মারা গেছেন। এ নিয়ে গত ৩০ মার্চ থেকে করোনা উপসর্গে ১৪৫ জনের মৃত্যু হলো। এদিকে গাজীপুরে বার্ধক্যজনিত কারণে এক নারীর মৃত্যু হলেও করোনা আক্রান্ত সন্দেহে তার লাশ গ্রহণ করেনি পরিবার। পরে সিটি মেয়র জাহাঙ্গীর আলমের পদক্ষেপে ওই নারীর লাশ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :ফরিদপুরের ভাঙ্গায় জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট ও রক্ত বমিতে শাহীন মাতুব্বর (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।


No comments

Powered by Blogger.