Header Ads

Header ADS

জ্যামিতিঃ চিত্রসহ বিভিন্ন কোণের সংজ্ঞা

জ্যামিতিঃ চিত্রসহ বিভিন্ন কোণের সংজ্ঞা

❑ সূক্ষ্মকোণ (Acute angle) : এক সমকোণ (90 ডিগ্রী ) অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে।


❑ সমকোণ (Right angle) : একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে রেখা দুইটির মিলিত বিন্দুতে যে কোণ তৈরি হয় তাকে সমকোণ বলে। এক সমকোণ=90 ডিগ্রী


❑ স্থূলকোণ (Obtuse angle) : এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে।


❑ প্রবৃদ্ধকোণ (Reflex angle) : দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ
অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধকোণ বলে।
অর্থাৎ 360 ডিগ্রী > B >180 ডিগ্রী  হলে B একটি প্রবৃদ্ধ
কোণ।


❑ সরলকোণ (Straight angle) : দু’টি সরল রেখাপরস্পর সম্পর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দু’পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। সরলকোণ
দুই সমকোণের সমান বা 180 ডিগ্রী


❑ বিপ্রতীপকোণ (Vertically Opposite angle ) : দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যেকোণ একটিকেতার বিপরীত কোণের
বিপ্রতীপ কোণ বলে।


❑ সম্পূরককোণ(Supplementary angle ) : দু’টি কোণের সমষ্টি 180 ডিগ্রী  বা দুইসমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।


❑ পূরককোণ (Complementary angle) : দু’টি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 হলেএকটিকেঅপরটির পূরক কোণ বলে।


❑ একান্তরকোণ: দু’টি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়।


❑ অনুরূপকোণ: দু’টি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়।


❑ সন্নিহিতকোণ: যদি দু’টি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে।

প্রস্তুতকারীঃ
মোঃ এমরান হোসাইন,
শিক্ষক
বুড়িচং,কুমিল্লা।

No comments

Powered by Blogger.