রাজবাড়ীর পাঁচ উপজেলা থেকে করোনাভাইরাস সন্দেহে ২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর পাঁচজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য জানান। এদিকে রাজবাড়ীতে পাঁচজনের করোনা পটিটিভ হওয়ার খবরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা পজিটিভের তথ্য প্রচারের পাশাপাশি সবাইকে আরও সচেতন ও ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন অনেকে।
যে সকল জেলাতে রোগী সনাক্ত হয়েছে আপডেট নিউজ দেখে নিন নিচের লিংকে
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments