দেশে আরো ৫৮ করোনারোগী শনাক্ত, মৃত্যু বেড়ে ৩০
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০, ১৫:০১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৫৮ জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে সর্বমোট ৪৮২ জন করোনাভাইরাসে আক্রান্তরোগী শনাক্ত হলেন। এছাড়াও করোনায় একদিনে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো তিনজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।’স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতদিনের তুলনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে; যা একটি ভালো সংবাদ। তবে এখনো মানুষজন ঘরে থাকছেন না উল্লেখ করে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।এসময় সংবাদ বুলেটিনে যুক্ত হয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আরো তিনজন সুস্থ হয়েছেন। এ নিয়ে সবমোট ৩৬ জন সুস্থ হলেন।নতুন আক্রান্তদের বয়সভিত্তিক বিশ্লেষণে তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী রোগী সবচেয়ে বেশি; ১৭ জন। এছাড়াও ৪১ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে রয়েছেন ১৫ জন। এছাড়াও নতুন আক্রান্তদের মধ্যে ৪৮ জন পুরুষ এবং ১০ জন নারী।আক্রান্তদের ভৌগলিক পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে ১৪ জন ঢাকা সিটির আর ঢাকার বাইরে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জে ৮ জন।’সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
No comments