Header Ads

Header ADS

বায়তুল মোকাররম এলাকায় হেফাজতকর্মীদের অবস্থান, যান চলাচল বন্ধ

 ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা সোমবার সকালে বায়তুল মোকাররমের উত্তর গেইটে অবস্থান নিলে পল্টন ও গুলিস্তান হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: কামাল হোসাইন তালুকদার

ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা সোমবার সকালে বায়তুল মোকাররমের উত্তর গেইটে অবস্থান নিলে পল্টন ও গুলিস্তান হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: কামাল হোসাইন তালুকদার



তাদের ঠেকাতে শান্তিনগর এলাকায় ব্যারিকেড দেওয়ার কথা জানিয়ে পুলিশ কর্মকর্তারা বলেছেন, ওই মিছিলকে কোনোভাবেই গুলশানে দূতাবাসের দিকে যেতে দেওয়া হবে না।

ফ্রান্সের একটি সাময়িকীতে হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলছে। বাংলাদেশেও ধর্মভিত্তিক সংগঠনগুলো প্রতিবাদ জানানোর পাশাপাশি ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে।

এর অংশ হিসেবে গত শুক্রবার জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ‘সম্মিলিত ইসলামি দলগুলো’ ব্যানারে এক সমাবেশ থেকে ২ নভেম্বর ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি নূর হোসাইন কাসেমী।



No comments

Powered by Blogger.