ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা সোমবার সকালে বায়তুল মোকাররমের উত্তর গেইটে অবস্থান নিলে পল্টন ও গুলিস্তান হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: কামাল হোসাইন তালুকদার
হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররমের উত্তর গেইটে অবস্থান নেওয়ায় পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
তাদের ঠেকাতে শান্তিনগর এলাকায় ব্যারিকেড দেওয়ার কথা জানিয়ে পুলিশ কর্মকর্তারা বলেছেন, ওই মিছিলকে কোনোভাবেই গুলশানে দূতাবাসের দিকে যেতে দেওয়া হবে না।
ফ্রান্সের একটি সাময়িকীতে হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলছে। বাংলাদেশেও ধর্মভিত্তিক সংগঠনগুলো প্রতিবাদ জানানোর পাশাপাশি ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে।
এর অংশ হিসেবে গত শুক্রবার জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ‘সম্মিলিত ইসলামি দলগুলো’ ব্যানারে এক সমাবেশ থেকে ২ নভেম্বর ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি নূর হোসাইন কাসেমী।
সে অনুযায়ী, হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা সোমবার সকাল থেকে বায়তুল মোকাররমের উত্তর গেইটে জড়ো হতে থাকেন।
ঢাকা মহানগার পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হেফাজতের নেতাকর্মীরা পুরো এলাকায় অবস্থান করছে। ফলে বায়তুল মোকাররম উভয়পাশে, গুলিস্তান, নাইটিঙ্গেল মোড় ও প্রেসক্লাব দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।”
ইমাম হোসাইন নামে হেফাজত ইসলামের এক নেতা জানান, তাদের মহাসচিব জুনাইদ বাবুনগরীও ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
এদিকে মালয়েশিয়া যেতে আগ্রহী দুই থেকে তিন হাজার মানুষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান করায় সেখানেও এক ধরনের ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি হয়েছে বলে জানান শাহবাগের পুলিশ পরিদর্শক (পেট্রোল) আবুল বাশার।
তিনি বলেন, প্রেসক্লাবের সামনের সড়ক দিয়েও যান চলাচল বন্ধ রয়েছে।Source
Source:bdnews24.com
No comments