Header Ads

Header ADS

প্রাথমিকে নিয়োগ বঞ্চিতদের অনশন, অসুস্থ দেড় শতাধিক




প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সাড়ে ৩ হাজারেরও অধিক প্রার্থী নিয়োগ বঞ্চিত আছেন। এ সকল প্রার্থীরা নিয়োগের দাবিতে গত ২২ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন

রোববার তাদের আমরণ অনশনের ১৩তম দিন চলছে। ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশী কমিটি-২০১৮’এর ব্যানারে তারা এ আন্দোলন করছেন।

আন্দোলনকারীরা বলছেন, এখন পর্যন্ত দেড় শতাধিক অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, প্রেসক্লাবের সামনে অনশনকারীদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অনেকে সেখানেই স্যালাইন গ্রহণ করছেন।

অনশন থেকে বলা হয়, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ তে ২৪ লাখ পরীক্ষার্থীদের মধ্যে আমরা ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই, যা মোট অংশগ্রহণকারীর ২ দশমিক ৩ শতাংশ। এদের মধ্যে ১৮ হাজার ১৪৭ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে, যা মোট পরীক্ষার্থীর শূন্য দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে থেকেও ৩ হাজার ৫০০ জনের বেশি কর্মস্থলে যোগ দিতে পারেননি। তারা অবিলম্বে নিয়োগের দাবি জানাচ্ছেন।

তথ্যসূত্র
বাংলাদেশ জার্নাল/একে/কেআই

No comments

Powered by Blogger.